একটা যদি আলাদীনের প্রদীপ থাকতো আমার ফিরে যেতে পারতাম আজ হতে বহু অতীতে; আমার শৈশবের সেই সব সোনা ঝরা দিনে, দিন কাটতো ঝিলে বিলে আর বনে বাদাড়ে।
আমার শৈশব, আমার কৈশোর, আমার ছেলে বেলা হারিয়ে যায় মন পবনের পালে লাগে হাওয়া; স্মৃতির দোলায় বারে বারে পেছন ফিরে চায়, জানি না সেই বন্ধু বান্ধব এখন কে কোথায়!
দুপুর বেলার ঘুমটা ফাঁকি দিয়ে হোতাম উধাও ইচ্ছে পাখি উড়াল দিতো কোথায় কোথায় যেতাম; মায়ের শাসন বাবার বকুনির ভয়ে ফিরতাম সন্ধ্যের আগে, লক্ষী আমি পড়ার টেবিলে।
শৈশবটা ছিলো বাঁধনহারা অন্য এক জীবন চিন্তা-ভাবনাহীন, ছিলো না কোন কঠিন দায় ভার; জীবন সায়াহ্নে তাই, মন সেই উলটো রথে ধায় বারে বারে তাই শৈশব অনুভব ছুঁয়ে যায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খোরশেদুল আলম
আমার শৈশব, আমার কৈশোর, আমার ছেলে বেলা/ স্মৃতির দোলায় বারে বারে পেছন ফিরে চায়,
জানি না সেই বন্ধু বান্ধব এখন কে কোথায়! // সত্যি আজ অজানা। হাতে গোনা দুএকজনের কথা হয়তো জানি। শৈশবের স্মৃতি এখনো খুঁজে ফেরে তাদের। শুভেচ্ছা।
মোঃ সাইফুল্লাহ
খুবই সুন্দর। আমার মা গলব্লাডারে ক্যান্সারে আক্রান্ত। আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করবেন ও আমার মায়ের শাররিক অসুস্থতার বিষটি মানবিক দিক দিয়ে বিচার করে যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করবেন । সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ সায়ফুল্লাহ ,সঞ্চয়ী হিসাব নং -১০১৭৪০৪, সোনালী ব্যাংক,মাগুরা শাখা মাগুরা। যোগাযোগের ঠিকানা এবং বিকাশ নং : ০১৯১১-৬৬০৫২২।
বিদিতা রানি
একটা যদি আলাদীনের প্রদীপ থাকতো আমার
ফিরে যেতে পারতাম আজ হতে বহু অতীতে;
আমার শৈশবের সেই সব সোনা ঝরা দিনে, - ..... আমরা সবাই শৈশবে ফিরে যেতে চাই। ভাল লাগলো কবিতা।
সূর্য
"বারে বারে তাই শৈশব অনুভব ছুঁয়ে যায়।" হুম মানুষ যত কিছু ফিরে পেতে চায় তার মাঝে সবচেয়ে বেশি চাওয়াটাই শৈশব-কৈশোর। সে সময়টা আসলেই ভাবনাহীন, উদ্যাম সময়। ভালো লাগলো রথের উল্টো যাত্রার গান।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।